দিগন্ত কণ্ঠ পত্রিকা: আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
সুদূরপ্রসারী একটি পরিকল্পনা নিয়েই মূলত দিগন্ত কণ্ঠ পত্রিকার পথচলা শুরু। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি মানসম্মত ও নির্ভরযোগ্য মাধ্যম প্রতিষ্ঠা করা, যেখানে সত্যনিষ্ঠ সংবাদ ও গবেষণাধর্মী লেখনী প্রচার ও প্রসার পাবে।
আমাদের প্রতিষ্ঠার পেছনের ভাবনা
জুলাই গণজাগরণের পর আমাদের চিন্তাধারা বাস্তব রূপ নিতে শুরু করে। এটি কোনো ব্যক্তিগত বা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না। বরং ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আমরা একটি ট্রাস্ট গঠন করে পত্রিকাকে উম্মাহের স্বার্থে জনকল্যাণমুখী করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য সত্যনিষ্ঠ ও কল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে জাতিকে উপকৃত করা।
নিরপেক্ষ ও স্বতন্ত্র পরিচালনা
বর্তমানে অধিকাংশ সংবাদমাধ্যম বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে, যা অনেক সময় তাদের নিরপেক্ষতা ও নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। তবে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা শুরু থেকেই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছি। আমরা কোনো বহিরাগত ফান্ডিং বা অনৈতিক সুবিধার আশ্রয় গ্রহণ করি না। আমাদের লক্ষ্য হলো সত্যের পথে অটল থেকে সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবা করা।
সরকারি নিবন্ধন ও আইনগত স্বচ্ছতা
বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় বড় পরিসরে কাজ পরিচালনা করতে হলে অনলাইন পত্রিকাগুলোর জন্য সরকারি নিবন্ধন আবশ্যক। আমরা আইনত স্বচ্ছ থাকার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছি, যাতে আমাদের কার্যক্রম কোনো আইনি বাধার সম্মুখীন না হয় এবং আমরা সুসংগঠিতভাবে এগিয়ে যেতে পারি। এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। সুতরাং আমাদের কার্যক্রম চলমান রাখার পাশাপাশি আমরা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাজের দিকে ও এগিয়ে যাচ্ছি।
আমাদের আদর্শিক লক্ষ্য
আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো উম্মাহের চিন্তাধারায় ক্ষুদ্র হলেও একটি ইতিবাচক পরিবর্তন আনা। আমরা চাই, আমাদের কাজের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যের আলোকে পথচলার একটি শক্তিশালী ভিত্তি তৈরি হোক।
প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ওপর নানা ভ্রান্ত ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস ও বাস্তবতা বিকৃত করে এমন অনেক প্রচার চালানো হয়েছে। আমরা গবেষণা সেলের মাধ্যমে এসব ভ্রান্তির স্বরূপ উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা
আমাদের লক্ষ্য কেবল তাৎক্ষণিকভাবে সংবাদ প্রচার করা নয়, বরং সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়ে একটি শক্তিশালী সংবাদমাধ্যম প্রতিষ্ঠা করা। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা আমাদের অঙ্গীকার।
আমরা গুটিগুটি পায়ে এই পথচলা শুরু করেছি। সামনে কতদূর যেতে পারব, তা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। তবে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, যাতে উম্মাহর কল্যাণে কিছুটা হলেও অবদান রাখতে পারি। আমাদের এই প্রচেষ্টায় সকলের সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।