অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিতে সংস্কারের কি হবে তা তিনি জানেন না। তবে ডিসেম্বরের মধ্যে অর্থনীতিতে বড় সংস্কারগুলো শেষ করা যাবে বলে আশাবাদী তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া উদ্যোগগুলো পরবর্তী সরকার আর বাদ দিতে পারবে না, দিলে তাদের পরিণতি হবে বিদায়ী সরকারের মত, মানুষ টেনে নামাবে।