রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে যুক্তরাষ্ট্র ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন সিনেট। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি এই বিল উত্থাপন করেছেন। যা সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন কংগ্রেসে পেশ হওয়া প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, যেসব দেশ ওয়াশিংটনের নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের পণ্য আমদানিতে বিপুল হারে শুল্ক বসানো হবে। এর হার হতে পারে ৫০০ শতাংশ পর্যন্ত।
ভারতের ওপর সম্ভাব্য প্রভাব
বিশেষজ্ঞদের মতে, এই বিল পাশ হলে ভারতের অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে। ওষুধ, টেক্সটাইল ও আইটি পরিষেবার মতো খাতে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্কের ঝুঁকি তৈরি হবে।
সেনেটর গ্রাহাম বলেছেন, রাশিয়া থেকে যারা পণ্য কিনবে কিন্তু ইউক্রেনকে সমর্থন করবে না, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০০ শতাংশ শুল্ক আরোপ করবে। তিনি স্পষ্ট করে ভারতের নাম উল্লেখ করে বলেন, ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।
গ্রাহাম বলেন, ভারত এবং চীন মিলে রাশিয়ার রপ্তানি হওয়া তেলের প্রায় ৭০ শতাংশ কিনে নেয়। এভাবে তারা পুতিনের যুদ্ধযন্ত্রকে সচল রাখছে। যদি তারা তেল কেনা বন্ধ করে, তাহলে রাশিয়ার অর্থনীতি দুর্বল হবে এবং ইউক্রেনে আক্রমণ হ্রাস পাবে।
বিল পাশের সম্ভাব্য সময় ও প্রেক্ষাপট
এই বিল আগস্ট মাসেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে ভোটের জন্য তোলা হতে পারে। রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতি থেকে আলাদা করার মার্কিন কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।
এদিকে ভারত–মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা আগেই স্থবির হয়ে পড়েছে। নতুন এই শুল্ক প্রস্তাব দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে আরও জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।