পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির মামলায় দুদকের তদন্ত

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির মামলায় নতুন করে তদন্ত করছে দুদক। এ তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেছেন, এ বিষয়ে দুদককে সঠিকভাবে তদন্ত করতে দেওয়া হয়নি। যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও বিগত সরকারের আমলে গায়ের জোরে আসামিদের অব্যাহতি দেওয়া হয়।