ক্লান্তহীন জীবনের তৃপ্ত বর্ষণ – জান্নাতুন নাহার জুঁই

ক্লান্তহীন জীবনের তৃপ্ত বর্ষণ
✍️লেখকঃ- জান্নাতুন নাহার জুঁই

জীবনটা যদি হতো কোনো এক কাব্যগ্রন্থ
তবে জীবনে খুঁজে পেতাম কবিতার ছন্দ
সাঁজিয়ে তুলতাম সুখ ও আনন্দের ভেলায়
নিরবিচ্ছিন্ন ঝর্ণা ধারার স্রোতের ঠেলায়।

দুঃখের ভেলা ভাসতে দিতাম না কোনোদিন
কষ্ট তুমি আকাশে উড়ে গিয়ে হয়ে যাও রঙিন
বেদনাকে পাঠিয়ে দিতাম সমুদ্রের অতলে
জ্যোস্না তুমি আলো দিও আমায় প্রতি রাতে।

তবে কি জীবনের কোনো মানে থাকতো?
জীবন কি তখন বিড়ম্বনায় পড়তো না?
এমন হাজারো প্রশ্ন খুঁজে খুঁজে
মনে লাগে অনেক বেদনা।

অনন্তকালের রেখার মাঝে
কত ক্ষুদ্র একটি আমি..
হাজারো সরল-জটিল পথে
আছি বেঁচে এটাই শুধু জানি।

লবনের অনুপস্থিতি সবকিছু করে স্বাদহীন
তেমনি দুঃখ ছাড়া সুখ হয়ে যায় পরাধীন।
চলার পথে জীবন কাটুক নানান মোহতে
তাইতো জীবন শুধু কাটে সুখ দুঃখের স্রোতে।

নামঃ জান্নাতুন নাহার জুঁই
গ্রামঃরাণীগাঁও
উপজেলাঃ নালিতাবাড়ী
জেলাঃ শেরপুর