রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

আমার ফিলিস্তিন – আমিনুল ইসলাম

আমার ভাইয়ের নিথর দেহ,
রক্তের বন্যায় ভাসছে,
আমার মা স্বজন হারিয়ে,
হুঁ হুঁ করে কাঁদছে,
আমার বোনের কষ্ট দেখে,
বিশ্ব জাহান কাপছে।

আর কতকাল ঘুমিয়ে কাটাবে,
দেখবে প্রতিই রক্ত-লাশ,
দখলদার আজ হিংস্র শকুন,
তাদের হাতে ত্রাসের রাজ।

আর কতকাল আয়েশে কাটাবে,
কোথায় গেলে সাহসী বীর,
তলোয়ার ধরে গর্জে ওঠো,
উচ্চ করো তোমার শির।

ফিলিস্তিন আমার নিজের ভূমি,
বিশ্ব মুসলিমের প্রাণ,
কোথায় তোরা বীর মুজাহিদ,
তুলরে স্লোগান।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো