শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান
শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান

বিটকয়েনের দাম ছাড়ালো ৯৩ হাজার ডলার

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিতে মঙ্গলবার বিটকয়েনের দাম ৯৩,০০০ ডলার অতিক্রম করেছে। এ সময় বিশ্বব্যাপী শেয়ারবাজার ও অল্টকয়েনেও উল্লেখযোগ্য উত্থান দেখা যায়। তবে বাজার বিশ্লেষকরা এই উচ্ছ্বাসের আড়ালে লুকিয়ে থাকা ঝুঁকির দিকেও সতর্ক করছেন।

ইকোনোমিক টাইমস জানিয়েছে, মঙ্গলবার বিকেলে বিটকয়েনের দাম পৌঁছায় ৯৩,৪০০ ডলারে যা মার্চের পর সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘উল্লেখযোগ্য’ শুল্ক হ্রাসের ইঙ্গিত বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মূল ভূমিকা রেখেছে। একই সঙ্গে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ট্যারিফ অচলাবস্থাকে “অস্থিতিশীল” হিসেবে আখ্যা দেন, যা বাজারে দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে।

কিউসিপি ক্যাপিটালের এক বিশ্লেষক বলেন, এই উত্থান মূলত স্বস্তি থেকে জন্ম নিয়েছে। বাণিজ্য শান্তি বিশ্বজুড়ে মূলধন প্রবাহের দ্বার খুলে দিতে পারে। এদিকে মার্কিন বিটকয়েনগুলোতে সোমবার ৩৮১ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ এসেছে যা মার্চের পর সর্বোচ্চ।

বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম ৮% বেড়ে ১,৭০০ ডলার অতিক্রম করেছে, আর ডোজেকয়েন ও সুই যথাক্রমে ৮.৬% ও ১১.৭% বেড়েছে। অপরদিকে, সোমবারের পতন কাটিয়ে উঠেছে মার্কিন শেয়ারবাজারও। এসএন্ডপি ৫০০ এবং নাসডেক যথাক্রমে ২.৫% ও ২.৭% ঊর্ধ্বমুখী।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো