হৃদয়ে ফিলিস্তিন – মোঃ নোমান উদ্দিন

মুসলিম মানে আত্মসমর্পণ করা,
রবের মিনারে আত্মদান,
মুসলিম মানে নিজেকে ম্লান করে খুঁজে পাই সম্মান।

যারা একত্ববাদে সাক্ষ্য দেয়, ইসলামের জন্য প্রাণ করে দান, তারা কভু মৃত না,
আমৃত্যু থেকে যায় অমর, এ আমার প্রভুর ঘোষণা।

তুমি কি দেখো না আজ? সভ্যতার বুলি জুড়িয়ে তারা মুসলিম করে নিধন!
জাগ্রত কর নিজেকে, অন্ত-চক্ষু দিয়ে কর অবলোকন মুসলিম উম্মাহর আত্মা চিৎকারের ক্রন্দন।

দেখো মানবাধিকারের নামে কত শিশু নিভৃতে ঝরে,
নীরব দর্শক সুশীল বিশ্ব,
শত বাবা-মা জীবন দিচ্ছে অকাতরে।

হে মুসলিম, আজ কেন তুমি এতো ক্লান্ত ভীষণ?
পথ ভুলে গিয়েছো তোমার, নিয়েছো ভুল পথে আশ্রয়, চলে গিয়েছো ঢের দূর,
যেখানে সুপ্ত ছিল তোমার মুক্তির মিশন।

তুমি ভুলে গিয়েছো তোমার উত্তরসূরি—
ওমর, উসমান, হামজা, তারিক, খালিদ বিন ওয়ালিদের গান,
যেথায় আজ সবকিছু হচ্ছে দুঃখে ম্লান,
ভুলে গিয়েছো তুমি সালাহউদ্দিন আইয়ুবির উত্তরসূরী,
যে বিজয়ের পতাকা উড়িয়েছে আল-আকসায়, দেখেছে বিশ্বব্যাপী।

জেগে উঠো তুমি, ধরো না আর ভিক্ষা,
স্মরণ করো তোমার সেই অতীত উত্তরসূরি,
তারা আজ দিচ্ছে তোমায় দীক্ষা।

ওরা শুনেনি মায়ের ক্রন্দন, বাঁচতে দেয়নি ভবে,
মুসলিম, তুমি জাগ্রত হও,
তোমাকেও এর হিসাব কষতে হবে মহান প্রভুর তরে।

ক্ষত-বিক্ষত হৃদয় আজ বোঝাবো কেমন করে,
অশ্রুশিক্ত চক্ষু মম, বক্ষে রক্ত ঝরে।
হৃদয়ে ফিলিস্তিন ভালো নেই আজ,
আর বিবেদ সৃষ্টি করোনা, ঐক্য হও সবে,
গোছাও তব হৃদয়ের ভাঁজ।

মুসলিম, তুমি রুখে দাঁড়াও, জাগ্রত করো চেতনাতট।
রুখে দাও সকল জুলুম-নির্যাতন,
ভেঙে দাও প্রাচ্যের লৌহকপাট।

মুসলিম, তুমি তারুণ্যের চেতনায় বুকে রাখো বল,
আসবে বিজয় ফিরে সেই সোনালী অতীত,
বুকে সাহস রেখে চল।