
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) পরিচালিত ‘গ্রেট আইডিয়াল হোম’ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ১৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
প্রতিবছরের মতো এবারও টাকসুর শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ‘গ্রেট আইডিয়াল হোম’-এর আয়োজন করে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় কেন্দ্র করে ৩০ জন শিক্ষার্থীকে এই কার্যক্রমের আওতায় আনা হয়।
‘গ্রেট আইডিয়াল হোম’-এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি সাদিক কায়েম। অনুষ্ঠানে টাকসুর ভিপি ইকবাল কবির ও এইচআরডি সম্পাদক মাহাদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের এই সাফল্যে টাকসু কর্তৃপক্ষ আনন্দিত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে। শিক্ষার্থীরাও তাদের এই সাফল্যের জন্য ‘গ্রেট আইডিয়াল হোম’-এর অবদানের কথা স্বীকার করে টাকসুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:
* নুরুল হুদা (১১৮তম)
* সালমান সাইফ সিদ্দিক (১৩৮তম)
* আব্দুর রহিম (২৫৩তম)
* মুহতাসিম বিল্লাহ (৩৬৭তম)
* জুনায়েদ (৩৭১তম)
* মোস্তাকিম বিল্লাহ (৬৯৩তম)
* হোসাইন মাহমুদ (৭০২তম)
* আজিজ (৯৬৪তম)
* আবু সুফিয়ান (১০১০তম)
* সালমান (১৫০৫তম)
* তামিম (২৮০০তম)
* মাহফুজ (৩০০০তম)
* মুস্তফা শরীয়তুল্লাহ (৩২৯৩তম)
এই সাফল্যের মাধ্যমে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা আবারও তাদের মেধার স্বাক্ষর রেখেছে।