ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের আত্মপ্রকাশের পর এবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের সংগঠিত করতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ইসলামী ছাত্রশিবির।
গতকাল রাতে “মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” এই মূলমন্ত্রকে ধারণ করে ফেসবুক পেজের মাধ্যমে পূর্ব থেকে চলমান এই শাখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির নেতা-কর্মীদের মতে, এই পেজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আদর্শ, নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম একটি নতুন ইভেন্টের ঘোষণা দিয়েছেন, যার নাম “Shibir Meets Brilliance”। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের আদান-প্রদান, দৃষ্টিভঙ্গির বিকাশ এবং নতুন দিকনির্দেশনার সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছাত্রশিবির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বিগত জুলুমের সময়ে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। চরম রাজনৈতিক প্রতিকূলতার কারণে সংগঠনের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আগস্টের সেই ছাত্র জনতার বিপ্লবের পর প্রতিকূলতা কিছুটা দূরীভূত হয়েছে , তার ফলে পরিস্থিতি কিছুটা অনুকূলে এসেছে এবং এরই ধারাবাহিকতায় একের পর এক আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে শিবিরের বিভিন্ন শাখা।
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একাডেমিক ও সাংগঠনিক উন্নয়নে কাজ করে আসছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের আনুষ্ঠানিক যাত্রা এই ধারাবাহিকতাকে আরও বিস্তৃত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।