৬ই ফেব্রুয়ারির সংগ্রামী কাফেলা

৬ই ফেব্রুয়ারির সংগ্রামী কাফেলা

সাব্বির হোসাইন

দুর্বার পদচারণায় ছিনিয়ে আনো আঁধার।
তাওহীদের সেই পতাকাবাহী সত্যের ঐ কাফেলা হে যুগের নওজোয়ান!
অগ্রসেনা শক্তি প্রাণে এগিয়ে যাও,
বাজাও আওয়াজের দামামা!
বাজাও বাজাও তূর্য এলোকেশে ঝড়ের মতো।
তোমার শুভ যাত্রার মাধ্যমেই উদয় হোক হারানো পৃথিবীর পুনর্নব যুগের নতুন সূর্য।

পৃথিবীর বুকে আছে যতো অন্ধকার
রুখে দিতে তারা বদ্ধ পরিকর।