এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গণঅধিকার পরিষদের নাম পরিবর্তন হয়ে এখন থেকে ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে। একই সাথে প্রকাশ করা হয়েছে দলটির লক্ষ্য ও অঙ্গীকার, তিনটি মূলনীতি এবং স্লোগান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণঅধিকার পরিষদ তার নাম পরিবর্তন করে এখন থেকে ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসন বিরোধী লড়াই এর সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সঙ্গে আরও সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।
নাম পরিবর্তনের কারণ ও প্রেক্ষাপট: ‘গণঅধিকার পরিষদ’ নামে দলটি ২০২১ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। দলটি বেশ কিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে দুই ভাগে বিভক্ত হয় ২০২৩ এর ২০ জুন, এর মাঝে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে আজ অবধি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন কর্নেল অব. মিয়া মশিউজ্জামান। কাছাকাছি দুই দলের একই নাম হওয়ায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্খিত দ্বন্দের সৃষ্টি হচ্ছিল।
আগ্রাসন বিরোধী লড়াইকে আরো সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ তৈরী হয় এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম গণঅধিকার পরিষদের পরিবর্তন করে ‘আমজনতার দল’ নামকরণ করেছি। আজ থেকে গণঅধিকার পরিষদের কর্নেল অব. মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন অংশের নাম ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে।
গণঅধিকার পরিষদ থেকে আমজনতার দল:
আমাদের লক্ষ্য ও অঙ্গীকার: ‘আমজনতার দল’ প্রতিষ্ঠার লক্ষ্য, আগ্রাসনের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে সুরক্ষিত রাখার পাশাপাশি, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার সবার জন্য সহজলভ্য করতে কাজ চালিয়ে যাব।
২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের ৭ জন সহযোদ্ধা জীবন দান করে এবং শতাধিক আহত হয়। আমাদের দলটি অতীতে যেমন ছাত্র, যুবক, প্রবাসী, পেশাজীবী এবং পেশাজীবীদের নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও একইভাবে দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে।
আমজনতার দলের মূলনীতি: আমজনতার দলের ৩টি মূলনীতি। ‘সার্বভৌমত্ব’ ‘স্বনির্ভরতা’ ‘সুশাসন’।
‘আমজনতার দল’ এর স্লোগান: ‘স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি।’
এতে আরও বলা হয়, নাগরিকবৃন্দ, রাজনৈতিক পথ চলায় আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আমরা সেগুলো সমাধানে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। দোয়া করবেন যেন ‘আমজনতার দলকে’ সাথে নিয়ে আমরা আগ্রাসন বিরোধী লড়ায়ের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারি। আমরা যেন কখনই পিছপা না হই, সার্বভৌম ও সুশাসনের বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চটুকু দিয়ে অবদান রাখতে পারি।
সম্মেলনে উপস্থিত ছিলেন তারেক রহমান, আরিফ বিল্লাহ, ইঞ্জিনিয়ার এস ফাহিম , ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুজাম্মেল মিয়াজি, মো. মহসিন রেজা, সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।