ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২ টার পর শুরু হয় এই বৈঠক।
বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারময়ান বরকত উল্লাহ বুলু। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্য নেতারা ছিলেন।
এর আগে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
সাক্ষাত প্রসঙ্গে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছিলেন, দুটি ইসলামি দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে, ৫৩ বছরে যারা দেশকে ফ্যাসিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি। তাদের নতুন করে দেখার কিছু নেই।