রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাতক্ষণিকভাবে তেমন কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। এ ছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্যও পাওয়া যায়নি।
এর আগে আজ দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।