মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২

আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ’২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষুব্ধ অবস্থান।

রাত আনুমানিক ৮টায় ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। এসময় তারা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন।

তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’

তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।’

এর আগে, বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজধানীর ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়। মূলত দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ’২৪-এর বিপ্লবী ছাত্র-জনতা এ পদক্ষেপ নেয় তারা।

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে হাসিনার পালিয়ে যাওয়ার ছয় মাস পূর্ণ হলো আজ বুধবার (৫ ফেব্রুয়ারি)। টানা ১৫ বছর ধরে গুম, খুন, দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, লুটপাট চালানোর পরও ছয় মাস পূর্ণ হওয়ার দিনই দিল্লি থেকে একটি ভাষণ দেবেন বলে ঘোষণা দেন শেখ হাসিনা। আজ রাত ৯টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এই ভাষণের ঘোষণার খবর প্রকাশিত হওয়ার পরই প্রতিবাদের ঝড় উঠেছে।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো