তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে রাজধানী সহ সারাদেশ। দুদিন ধরে দেখা নেই সূর্যের। তার উপরে কমেছে সূর্যের প্রখরতা। দেশের সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.০৩ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে এই পরিস্থিতি অব্যহত থাকবে আরো এক সপ্তাহ।
ঘড়ির কাঁটায় সময় আধাবেলা পেরিয়েছে। তবুও কুয়াশার গাড়ো চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ সাথে হিমেল হাওয়া।
বৃহস্পতিবার থেকেই ঝেকে বসেছে শীত। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবথেকে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। শীত বস্ত্রের অভাব তাই খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারনের চেষ্টা।
কুয়াশার কারণে সড়কে যান চলাচল তুলনামূলক কম। তবে দৃষ্টি সীমা কমে যাওয়ায় হেড লাইট জ্বালিয়ে চলছে অধিকাংশ পরিবহন।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তাপমাত্রার পরিবর্তনে বেড়েছে শীতের তীব্রতা। এ পরিস্থিতি অব্যহত থাকবে আরো এক সপ্তাহ। সেইসাথে দেখা যাবে ঘন কুয়াশার। এতে আরো কমবে তাপমাত্রার পারদ।
শীতের সাথে ঘন কুয়াশা থাকলেও এ মাসে ঢাকায় শৈত প্রবাহের আশঙ্কা নেই। তবে জানুয়ারির সাত কিংবা আট তারিখে হতে পারে বৃষ্টি।