চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু হচ্ছে কাল থেকে। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল করলেও কোন টোল দিতে হয় না।
উদ্বোধনের ১ বছর পর চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডিসেম্বরে টাল আদায় চালু হওয়ার কথা থাকলেও আগামীকাল থেকে প্রথমবারের মত টোল দিয়ে উড়ালসেতু ব্যাবহার করবে চট্টগ্রামবাসী।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং ট্রেইলর নিষিদ্ধ করে, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ ১০ ধরনের গাড়ি চলাচলের জন্য টোলের হার চূড়ান্ত করা হয়েছে। ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টোলের হার নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা পর্যন্ত।
গত আগস্ট মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হওয়া, এই উড়ালসেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। তাই, দেশের উন্নয়নে অংশ নিতে টোল দেওয়ার আহ্বান সিডিএ চেয়ারম্যানের।
টোল আদায়কে সাধুবাদ জানালেও স্মার্ট পদ্ধতিতে আদায় ব্যাবস্থার দাবি ড্রাইভারদের। প্রাথমিক অবস্থায়, পতেঙ্গা প্রান্তে চারটি বুথে টোল আদায় হবে।