রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি থাকলেও দাম বেড়েছে সোনালি মুরগির। কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ টাকা। বোতলজাত সয়াবিনের কিছুটা সংকট থাকলেও আলু পেয়াজের দাম নাগাল । সব মিলিয়ে স্বস্তির আমেজ ক্রেতাদের।
শীতের আগমনের সাথে সাথে, বাজারে ভরপুর শীতকালীন সবজিতে।
গেলো মাসেও যে সীম, মুলা, ফুল কপি কিংবা বাধা কপি বিক্রি হয়েছে কেজি প্রতি ৫০ টাকার উপরে। সেটি এখন নেমে এসেছে ২০ থেকে ৩০ এর ঘরে।
বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে তাই দাম কম। সামনে আরো কমতে পারে এ মূল্য।
নতুন পেয়াজ বাজারে আসায়, ঝাজ কমেছে অনেকাংশে। শতকের নিচে নেমেছে পুরাতন দেশি পিয়াজ আর ভারতীয় কিংবা নতুন পেয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। কমেছে আলুর দাম ও।
ব্রয়লারসহ অন্যান্য মুরগীর দাম স্থির থাকলে বাজারে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে সোনালি মুরগীর দাম। শীতে উৎপাদন কমেছে সোনালী মুরগির তাই দাম কিছুটা বেশি বলছেন বিক্রেতারা।
যে বাজার মূল্যে কিছুদিন আগে ছিলো মানুষের হাসফাস সেই বাজার খানিকটা স্বস্তির বাতাস দিচ্ছে। ক্রেতারা বলছেন, এখন দেখার বিষয় কতোদিন বজায় থাকে এই স্বস্তি।