ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত

ময়মনসিংহের গাছতলা বাজারে বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা গাছতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুর রশিদ (৬০), তার স্ত্রী বকুল বেগম (৫৫), আব্দুর রাশিদ শ্যালক বিদ্দা মিয়া (৪২) ও বিদ্দা মিয়ার পুত্রবধু লাবনী আক্তার (১৮)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা যাওয়ার পথে ঘটনাস্থলে দুইযানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। 

আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন