পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ঢাকায় অবস্থানরত জাতীয়তাবাদী যুবকদের সবচেয়ে বড় প্লাটফর্ম `ঢাকাস্থ দশমিনা জাতীয়তাবাদী যুব ফোরাম’-এর ৫৩ সদস্য বিশিষ্ট (আংশিক) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের প্যাডে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দফতর সম্পাদক মো. রাজিব আহমেদ রাজু। রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া, সভায় আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত ঢাকাস্থ দশমিনা জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটিতে মো. মনিরুজ্জামান মহসিন (বহরমপুর) সভাপতি, মো. রিয়াজুর রহমান রিয়াজ (বাঁশবাড়িয়া) কার্যকরী সভাপতি, ও মো. শফিকুল ইসলাম (বাঁশবাড়িয়া) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দ হলেন:
সহ-সভাপতি – মো. আমিনুল ইসলাম আমিন (দশমিনা), মো. নাজমুল হুদা রুবেল (আলিপুর), মো. সাইফুল ইসলাম (আলিপুর), সৈয়দ ইমন মাহমুদ (বহরমপুর), মো. জামাল হাওলাদার (দশমিনা), মো. মিজানুর রহমান (আলিপুর), মো. কামাল হোসেন (দশমিনা), মো. আলম মৃধা (দশমিনা), মো. জামাল জমাদ্দার (বাঁশবাড়িয়া)।
যুগ্ম সাধারণ সম্পাদক – মো. রিয়াজ প্যাদা (রণগোপালদী), মো. ইরফান আবির (দশমিনা), মো. সাইফুল ইসলাম (রণগোপালদী), এ কে এম সুজন মৃধা (আলিপুর), মো. আব্দুল্লাহ আল সাকিব (বাঁশবাড়িয়া), মো. আদনান আব্দুল্লাহ (রণগোপালদী), বঙ্কিম চন্দ্র সরকার (রণগোপালদী), মো. মাহবুব ঘরামী (আলিপুর), মো. ফিরোজ আলম (রণগোপালদী), মো. মামুন হোসেন ঘরামী (বাঁশবাড়িয়া)।
সাংগঠনিক সম্পাদক – মো. ফজলে রাব্বি রাজ (দশমিনা)
সহ-সাংগঠনিক সম্পাদক – মো. সাখাওয়াত হোসেন (বাঁশবাড়িয়া)
দফতর সম্পাদক – রাজিব আহমেদ রাজু (বহরমপুর)
সহ দফতর সম্পাদক – মো. মাসুদ পারভেজ (দশমিনা)
অর্থ সম্পাদক – মো. সাইফুল ইসলাম পঞ্চায়েত (বেতাগী সানকিপুর)
সহ অর্থ সম্পাদক – মো. সুমন খন্দকার (দশমিনা)
প্রচার সম্পাদক – মো. রাহাত হোসেন (বহরমপুর)
সহ প্রচার সম্পাদক – মো. সাইফুল ইসলাম অর্ণব (বেতাগী সানকিপুর)
আইন সম্পাদক – মো. সোহেল মাহমুদ (বাঁশবাড়িয়া)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – মো. আবু সালেহ মুছা (বাঁশবাড়িয়া)
সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – মো. তাইজুল ইসলাম (বেতাগী সানকিপুর)
তথ্য ও গবেষণা সম্পাদক – মো. রাসেল হোসেন (বেতাগী সানকিপুর)
সহ তথ্য ও গবেষণা সম্পাদক – আল মামুন সাগর (বেতাগী)
ধর্ম বিষয়ক সম্পাদক – মো. হেমায়েত উদ্দিন (দশমিনা)
সহ ধর্ম বিষয়ক সম্পাদক – মো. সোহাগ হোসেন (দশমিনা)
আপ্যায়ন বিষয়ক সম্পাদক – নাহিদ হাসান তুহিন (দশমিনা)
সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক – হাবিবুর রহমান হাবিব (আলিপুর)
কার্যনির্বাহী সদস্যরা হলেন:
মো. শামসুল ইসলাম সোহেল (দশমিনা)
মো. হেমায়েত উদ্দিন চৌকিদার (বাঁশবাড়িয়া)
মো. জাকির হাওলাদার (রণগোপালদী)
মো. সায়েম হোসেন (রণগোপালদী)
মো. নাসির রাড়ী (রণগোপালদী)
মো. সজল সিকদার (দশমিনা)
মো. শহিদুল ইসলাম সরদার (দশমিনা)
মো. হুমায়ূন কবির (বেতাগী সানকিপুর)
মো. রাশেদুল করিম রাশেদ (বাঁশবাড়িয়া)
মো. জাহিদ সিকদার (দশমিনা)
মো. কবির হোসেন হাওলাদার (রণগোপালদী)
মো. মিজানুর সিকদার (দশমিনা)
পিন্টু সম্মাদার (দশমিনা)
মো. তৈয়বুর রহমান টিটু (রণগোপালদী)
এছাড়া, সংগঠনের ৪ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। অন্যান্য উপদেষ্টারা হলেন- ওহাব হোসেন চৌধুরী, শাহ্ আলম শানু, মোফাজ্জেল হোসেন।