অন্ধকারে সংস্কারের মাস্টারপ্ল্যান হলে বিশ্বাসযোগ্যতা পাবে না: রিজভী

অন্তর্বর্তী সরকারের কাছে এই দেশের জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাতের অন্ধকারে সংস্কারের মাস্টারপ্ল্যান হলে তা দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না।

সোমবার (২৩ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশকে গণতন্ত্র ও রাজনীতি শূণ্য করতে ভারতের দায় অনস্বীকার্য। অতীতের সব গুম-খুনে শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল ভারত।

এসময় অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে রিজভী বলেন, তবে তারা যদি রাজনৈতিক দলের অবদানকে খাটো করে দেখেন তা হবে দু:খজনক। সব আন্দোলনই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন