জুলাই আগস্ট গণহত্যার সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যর গলায় জুতার মালা

কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই আগস্ট গণহত্যার সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা নামধারী আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরানোর অভিযোগ উঠেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর অত্যাচার এবং ক্ষমতার অপব্যবহার করায় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক গলায় জুতার মালা পরিয়ে অপমান করেন এবং এলাকাছাড়া হওয়ার কথা বলেন।

আবদুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি গনহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর অত্যাচার এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযোগ উঠেছে।

ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করে। এরপর তাকে কুমিল্লা ও তার নিজ এলাকা থেকে সরে যাওয়ার কথা বলা হয়।

এ বিষয়ে গনহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল হাই কানু বলেন, “হঠাৎ একা পেয়ে তারা আমাকে অপমান করে এবং ভিডিও ধারণ করে। আমি কার কাছে বিচার চাইব? মামলা দিয়েও কোনো লাভ হবে না।”

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান জানান, মুক্তিযোদ্ধা কানু মোবাইলে বিষয়টি তাকে জানিয়েছেন। তাকে অভিযোগ দিতে অনুরোধ করা হলেও এখনো কোনো সিদ্ধান্ত তিনি জানাননি।

নিউজটি শেয়ার করুন