রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টা করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় এ মামলা দায়ের করে।

এই বিষয়টি নিশ্চিত করেছে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আত্মসমর্পণ করা তিন ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত তিনজনকে বিকেলে আদালতে তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হবে।’

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

ডাকাতের হাতে জিম্মি রূপালী ব্যাংকের শাখা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

নিউজটি শেয়ার করুন