এনআইডি সংশোধন: চার লাখ আবদেনরে নিষ্পত্তি দ্রুতই, দুদক অভযিানে আটক ২

নির্বাচন কমিশনে অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক। অভিযানে দুই দালালকে আটক করেছে সংস্থাটি। এদিকে এনআইডি সংশোধনে প্রায় চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান অনুবিভাগের মহাপরিচালক ও দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

দুর্নীতির অভিযোগে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুদকের একটি টিম অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক আসিফ মাহমুদ।

এসময় কমিশনের বাইরে থেকে এনআইডি সেবা দেয়ার বিনিময়ে অর্থ নেয়ার অভিযোগে দু’জনকে আটক করে দুদকের টিম।

দুপুর দেড়টার দিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসে দুদকের চার সদস্যের দল। এসময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংশোধনে প্রায় চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান, সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

এদিকে এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ নির্বাচন কমিশন কার্যালয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর অভিযানে দুদক। 

নিউজটি শেয়ার করুন