মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিওয়াইবি’র কার্যনির্বাহী কমিটির মাসিক মিটিং সম্পন্ন

বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা সিসিএস’র যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার কার্যনির্বাহী কমিটির ফেব্রুয়ারী মাসের মিটিং সম্পন্ন হয়েছে।
বৈঠকে কমিটির সাধারণ সম্পাদক তানজিমুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিওয়াইবি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শাখার সভাপতি তানবীর হায়দার রোহান।
মিটিংয়ে কমিটির বিগত মাসের কাজের পর্যালোচনা এবং আগামী দিনে কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সিসিএস সিওয়াইবি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কমিটির উপদেষ্টা সিলেকশনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ৭ই ফেব্রুয়ারী জাতীয় আর্কাইভ মিলনায়তনে সিসিএস সিওয়াইবি ঢাকা জেলার সব শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
প্রসঙ্গত, দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি; (সিসিএস)।
ইতোমধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার স্বেচ্ছাসেবীর বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে সিসিএস এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো