২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার ১৭ ডিসম্বের সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

এসময় প্রেস উইংয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ৯ম ও ১০ম শ্রেনীর পাঠ্যবই যুগোপযোগী করা হবে। ইউনিভার্সিটি গ্রান্ড কমিশননের নাম ইউনিভার্সিটি কমিশন করা হবে।

নিউজটি শেয়ার করুন