বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেছেন, আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে। আর সে কারণেই জনগণের আস্থা অর্জনে সব ধরনের চেষ্টা করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলার নেতা–কর্মীদের নিয়ে আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর পৃথক কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

এসময় কোন ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় না দিয়ে যে কোন ষড়যন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এছাড়াও তারেক রহমান ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার কথা বলে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে।

নিউজটি শেয়ার করুন