ভুলো সকাল
আবুু বকর সিদ্দিক
কতদিন হলো, সকাল দেখি না —
সকালের মিষ্টি আলো, পাখিদের কিচিরমিচির শব্দ
বোধহয় ভুলেই গেছি আমি।
লাল ডায়েরিটারও এখন অভিমান,
অনেকদিন হলো তার খোঁজ নেইনা —
শব্দেরা অপেক্ষায় থাকে, আমি আর লিখি না।
কেমন যেন ভবঘুরে হয়ে যাচ্ছি,
চারদিকে কি ঘটছে, তাতে মন টানে না কোনো কিছুই।
কোনো এক কালে কবিতার সাথে কথা হতো,
কলমে ঝরতো মনের কথা —
আজ সেই শখও কোথায় হারিয়ে গেছে।
টেকনোলজির অন্ধ আলো
আমাদের জীবনটাকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে।
রবের সাথেও বেড়েছে দূরত্ব —
তাহাজ্জুদের নীরবতায় প্রিয় জিনিসটা চেয়ে নেওয়াটাও ভুলে গেছি।
আচ্ছা… এমন কেন হচ্ছে?
মানুষ কি এমনই হারিয়ে যায় নিজের মধ্যেই?



