মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ সময় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য এবং সংশ্লিষ্ট খাতসহ একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি উচ্চশিক্ষা, হালাল অর্থনীতি এবং কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে তিনটি নোট বিনিময় করা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার পুত্রজায়ায় পৌঁছান। এ সময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক এবং ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বুধবার ন্যাশনাল ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন তিনি।