মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (MIU)-র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে IEEE MIU Student Branch এর উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ২ আগস্ট বিকাল ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ডিন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মিজানুর রহমান।
মূল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
- প্রফেসর ড. ইমামুল হোসেন ভূঁইয়া, চেয়ারম্যান, IEEE বাংলাদেশ সেকশন
- প্রফেসর এ.কে.এম. মাসুম, সিনিয়র মেম্বার, IEEE
এ আয়োজনের মাধ্যমে এমআইইউ শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা নেটওয়ার্ক IEEE (Institute of Electrical and Electronics Engineers)-এর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকবে প্রযুক্তি, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক আলোচনা।
IEEE ও MIU এর যৌথ ব্র্যান্ডিংয়ে সাজানো এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী প্রযুক্তিগত কমিউনিটির সঙ্গে সংযুক্ত হওয়ার এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
ফেসবুক পেজঃ https://www.facebook.com/profile.php?id=61577878457368



