মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ)-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্লাব আয়োজন করেছে “Research & Communicate: Dual Skills for Academic & Career Excellence-25” শীর্ষক কর্মশালা। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়, যা পাঠ করেন আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে ক্লাবের সভাপতি আনিস উদ-দৌলা শিক্ষার্থীদের গবেষণা ও যোগাযোগ দক্ষতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবিদাতুর রহমান সালওয়া ও তায়েবা তাসনিম মৌলি।
দুই পর্বের কর্মশালার প্রথম সেশন ‘Introduction to Research’ পরিচালনা করেন মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতক শাকিল হোসেন। তিনি গবেষণার মৌলিক ধারণা, কার্যকর প্রস্তুতি, বিষয় নির্বাচন ও প্রবন্ধ রচনার কৌশল নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় সেশন ‘Spoken English & Communication’ পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সাবেক প্রশিক্ষক ও টেক পার্কের অতিরিক্ত পরিচালক ইঞ্জিনিয়ার নাঈম হাসান। তিনি অংশগ্রহণকারীদের পাবলিক স্পিকিং, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের কৌশল হাতে-কলমে শেখান।
সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মিজানুর রহমান, ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SEST), গবেষণা ও যোগাযোগের সমন্বয়কে একাডেমিক ও পেশাগত উন্নতির জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, লেকচারার শামীমুল ইসলাম, এবং সিএসই ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ – জিহাদ হাসান নাইম (সেক্রেটারি), আমিনুল ইসলাম (ট্রেজারার), মুরসালিন (অফিস সেক্রেটারি), জাকারিয়া আব্বাস (আইটি ও প্রচার সম্পাদক), মেহেদি হাসান রিফাত, জারিফসহ অনেকে।
শিক্ষার্থীরা কর্মশালাটিকে সময়োপযোগী ও ফলপ্রসূ অভিহিত করেন। গবেষণা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও নেতৃত্ব বিকাশে এমআইইউ সিএসই ক্লাবের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।



