এমআইইউ সিএসই ক্লাবের আয়োজনে গবেষণা ও যোগাযোগ দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ)-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্লাব আয়োজন করেছে “Research & Communicate: Dual Skills for Academic & Career Excellence-25” শীর্ষক কর্মশালা। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়, যা পাঠ করেন আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে ক্লাবের সভাপতি আনিস উদ-দৌলা শিক্ষার্থীদের গবেষণা ও যোগাযোগ দক্ষতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবিদাতুর রহমান সালওয়াতায়েবা তাসনিম মৌলি

দুই পর্বের কর্মশালার প্রথম সেশন ‘Introduction to Research’ পরিচালনা করেন মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতক শাকিল হোসেন। তিনি গবেষণার মৌলিক ধারণা, কার্যকর প্রস্তুতি, বিষয় নির্বাচন ও প্রবন্ধ রচনার কৌশল নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় সেশন ‘Spoken English & Communication’ পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সাবেক প্রশিক্ষক ও টেক পার্কের অতিরিক্ত পরিচালক ইঞ্জিনিয়ার নাঈম হাসান। তিনি অংশগ্রহণকারীদের পাবলিক স্পিকিং, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের কৌশল হাতে-কলমে শেখান।

সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মিজানুর রহমান, ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SEST), গবেষণা ও যোগাযোগের সমন্বয়কে একাডেমিক ও পেশাগত উন্নতির জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, লেকচারার শামীমুল ইসলাম, এবং সিএসই ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ – জিহাদ হাসান নাইম (সেক্রেটারি), আমিনুল ইসলাম (ট্রেজারার), মুরসালিন (অফিস সেক্রেটারি), জাকারিয়া আব্বাস (আইটি ও প্রচার সম্পাদক), মেহেদি হাসান রিফাত, জারিফসহ অনেকে।

শিক্ষার্থীরা কর্মশালাটিকে সময়োপযোগী ও ফলপ্রসূ অভিহিত করেন। গবেষণা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও নেতৃত্ব বিকাশে এমআইইউ সিএসই ক্লাবের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।