মানারাতে “জুলাই শহিদ স্মৃতি: বিতর্ক কর্মশালা ও ফ্রেশার্স বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেট ক্লাব (MIUDC)–এর আয়োজনে সোমবার (২৮ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “জুলাই শহিদ স্মৃতি: বিতর্ক কর্মশালা ও ফ্রেশার্স বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। যুক্তির চর্চা, বিতর্কের পরিপূর্ণতা এবং প্রজন্ম গঠনের প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশসেরা বিতার্কিকগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সম্মানিত মডারেটর প্রফেসর ড. রমিত আজাদ। স্বাগত বক্তব্য প্রদান করেন এমআইইউ ডিবেট ক্লাব (ফিমেইল)-এর প্রেসিডেন্ট মোছাঃ মেহেজাবিন চৌধুরী। এরপর বক্তব্য রাখেন মডারেটর রেহেনা সুলতানা, সহকারী মডারেটর রফিকুল ইসলাম এবং সহকারী মডারেটর ববি আক্তার বীথি। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ইনচার্জ আব্দুল মতিন।

উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট এস. এম. জাহিদ, মানারাত বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট তাকিব হাসান, মোরালিটি অ্যান্ড ইথিকস ক্লাবের প্রেসিডেন্ট ওয়ালিদ বিন জামান এবং ইইই ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদুল হক। বক্তব্য রাখেন এমআইইউডিসি-এর সদ্য সাবেক প্রেসিডেন্ট হাসিব আহমেদসহ আরও অনেকে।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সংসদীয় বিতর্ক বিষয়ক কর্মশালা। এতে বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেন সায়েদুজ্জামান নূর আলভি এবং মোশন অ্যানালাইসিস বিষয়ে দিকনির্দেশনা দেন মো. ইব্রাহীম সালী। অংশগ্রহণকারীরা বাস্তব বিতর্কে প্রয়োগযোগ্য কৌশল ও বিশ্লেষণমূলক দক্ষতা অর্জনের সুযোগ পান।

এরপর অনুষ্ঠিত হয় প্রদর্শনী বিতর্ক, যার মোশন ছিল “এই সংসদ বাংলাদেশে ইউএন হিউম্যান রাইটস-এর অফিস স্থাপনের অনুমতি দেবে।” সরকার পক্ষের পক্ষে বিতর্কে অংশ নেন নাসিদা সুলতানা, সায়েদুজ্জামান নূর সালসা এবং সামিয়া মাসুদ মোমো। বিরোধী দলের হয়ে যুক্তি উপস্থাপন করেন চঞ্চল ইসলাম, হাসিব বিন আব্দুল হাই এবং মো. ইব্রাহীম সালী। এই পর্বে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এমআইইউডিসি-এর সাবেক সদস্য ও মানারাত কালচারাল ক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল জাবের।

প্রদর্শনী বিতর্ক শেষে শুরু হয় “ফ্রেশার্স বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। নতুন বিতার্কিকদের যুক্তিশীলতা, আত্মবিশ্বাস ও উৎকর্ষে ভরপুর অংশগ্রহণে এ পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে সেরা পাঁচজন বিতার্কিককে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অডিও বার্তার মাধ্যমে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এমআইইউডিসি-এর প্রতিষ্ঠাতা সভাপতি রুবায়েত আ বখত। তাঁর বার্তায় ক্লাবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আবেগঘন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য সকলকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ক্লাব প্রেসিডেন্ট সুজায়েত উল্লাহ। পুরো আয়োজনের কনভেনার ছিলেন ক্লাবের বর্তমান সেক্রেটারি মাহফুজুর রহমান খান শুভ এবং সঞ্চালনায় ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি মোর্শেদুল ইসলাম। আয়োজনে সহযোগিতা করে Campus Mirror এবং দিগন্ত কণ্ঠ।