মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাহাতব মারা গেছে। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জন।
বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকে মাহতাবের অবস্থা ছিল সঙ্কটাপন্ন। তাকে সারিয়ে তুলতে সব রকমের চেষ্টা চালানো হয়। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দুপুরে তার মৃত্যু হয়।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার একমাত্র পুত্র মোঃ মাহতাব ভূইয়া মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেনির ছাত্র। বিমান দূর্ঘটনায় গুরুতর আহত মাহতাব বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিল।