“যুক্তির ভাষায় নেতৃত্ব গড়ার শপথ” — এই স্লোগানকে সামনে রেখে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (MIUDC) আয়োজন করতে যাচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি: বিতর্ক কর্মশালা ও ফ্রেশার্স বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’।
২৮ জুলাই, সোমবার, বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাসের অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের সামার ও ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীসহ সকল বিতর্কপ্রেমীদের জন্য একটি বিরল সুযোগ।
আয়োজনের বিশেষ দিকগুলো:
- জাতীয় পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে বিতর্কের হাতে-কলমে প্রশিক্ষণ
- পার্লামেন্টারি ও বারোয়ারি বিতর্কের কৌশল শেখানো
- লাইভ শো ডিবেটের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন
- অংশগ্রহণকারীদের জন্য থাকবে ওয়ার্কশপ কিট, লাঞ্চ, স্ন্যাকস ও অফিশিয়াল সার্টিফিকেট
বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা পাঁচজন বিতার্কিক পাবেন ১ হাজার টাকা করে প্রাইজমানি এবং বই উপহার।
ইভেন্ট কনভেনার মাহফুজুর রহমান খান জানান, “নবীন শিক্ষার্থীদের মাঝে বিতর্ক চর্চা এবং নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যেই এই আয়োজন। আমরা চাই, আগামী দিনের নেতৃত্ব গঠনে তারা যুক্তিবাদী চিন্তায় এগিয়ে আসুক।”
MIUDC-এর সভাপতি (ছাত্র) সুজায়েত উল্লাহ তায়েফ বলেন, “শুধু বক্তৃতা নয় — এই কর্মশালার মাধ্যমে একজন শিক্ষার্থী তার যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলীয় নেতৃত্বের বাস্তব প্রশিক্ষণ পাবে।”
রেজিস্ট্রেশন চলবে ২৪ জুলাই পর্যন্ত, এবং অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিচের লিংকের মাধ্যমে রেজিস্টার করতে পারবেন:
🔗 https://forms.gle/4XRvimv7p8Tr15J7A
যোগাযোগের জন্য:
- সুজায়েত উল্লাহ তায়েফ: ০১৭৩৩-৪২৩৫৬৮
- মোছাঃ মেহজাবিন চৌধুরী: ০১৩০৫-২৬৪৩০২
- মাহফুজুর রহমান খান: ০১৭২১-২৬৯০৩৯
আসন সংখ্যা সীমিত, তাই দ্রুত রেজিস্টার করাই বুদ্ধিমানের কাজ।
দিগন্ত কণ্ঠ এই আয়োজনের গর্বিত মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এবং বিতর্কচর্চার এ মহতী উদ্যোগের সর্বাত্মক সাফল্য কামনা করে।