তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ভারতের দালালির দিন শেষ। তিস্তা নিয়ে জনগণের অধিকার নিশ্চিত না হলে জনগণ আর চুপ করে বসে থাকবে না।
আজ (২ জুলাই) বুধবার কুড়িগ্রামে ‘জুলাই পদযাত্রা’-তে অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ফেলানীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ আজও তার ন্যায়বিচার হয়নি। সীমান্তে আর কোনো বাংলাদেশি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। রাষ্ট্রকে এর কঠোর জবাবদিহিতার মধ্যে আনতে হবে।
তিনি আরও বলেন, আমরা কখনও দল গঠন করতে চাইনি। কিন্তু সময়ের দাবি ও জনগণের চাপে রাজনৈতিক দল হিসেবে এগিয়ে আসতে হয়েছে। এনসিপি জনগণের অধিকার আদায়ের জন্য গঠিত হয়েছে। আমরা সফল হওয়ার জন্য সবার দোয়া চাই। যদি আবারও গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের ওপর অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে এর ফলাফল ভালো হবে না।