ইরানে পুনরায় চালু হচ্ছে ইন্টারনেট

ইরানে শনিবার স্থানীয় সময় রাত ৮টায় পুনরায় ইন্টারনেট সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিন দিন আগে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইরান সরকার। এর ফলে দেশটির ৯ কোটি ১০ লাখ মানুষ বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাইবার হামলার কারণে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, সেটি এখন প্রতিহত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে , ইরানে ইন্টারনেট নিয়ন্ত্রণের ইতিহাস থাকলেও এবারের ইন্টারনেট বন্ধ করে দেয়াকে “সবচেয়ে ভয়াবহ” হিসেবে বর্ণনা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিবিসির সাংবাদিক গনচে হাবিবিয়াজাদ জানিয়েছিলেন, ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছিল, যার কারণে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে যায়।