ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি উপদেষ্ঠা মোস্তফা সারওয়ার ফারুকী।
বৃহস্পতিবার (১৯ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি ঠিক করতে দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বেঠক শেষে কর্মসূচি সম্পর্কে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্ঠা মোস্তফা সারওয়ার ফারুকী। তিনি বলেন, ৫ আগস্টকে লক্ষ্য করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে।
পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি জানানো হবে।