পড়ালেখার আলো
বাইতুল হাসান
পড়ালেখা জীবন পথের, দীপ্ত এক আলো,
জ্ঞান নিয়ে গড়ি ভবিষ্যৎ, করি স্বপ্ন ভালো।
অ আ ক খ শেখা দিয়ে, শুরু ছোট বেলা,
ধাপে ধাপে বাড়ে জ্ঞান, খুলে জগতের খেলা।
বইয়ের পাতায় ছড়িয়ে থাকে, কত গল্প-গান,
বিজ্ঞান, ইতিহাস, গণিতে জড়িয়ে জীবনের মান।
শব্দের মাঝে লুকিয়ে থাকে, ভাবনার এক দীপ্তি,
চিন্তার পাখায় উড়ে চলে, দূর গগনের নীতি।
কখনো ক্লান্তি আসে বটে, তবু থেমে যাই না,
চেষ্টা করি প্রতিদিনই, লক্ষ্য থেকে হাই না।
শিক্ষাই শক্তি, শিক্ষাই ধন, শিক্ষায় মুক্তি মেলে,
এই সত্য জানি হৃদয়ভরে, প্রতিজ্ঞা প্রাণে ঢেলে।
তাই তো বলি, বন্ধুরা সব, পড়ো মনোযোগে,
পড়ালেখা গড়ে মানুষ, গর্ব তার সুখভোগে।