মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার (১৭ জুন) রাতে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেখানেই তিনি মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, পাকিস্তান বেআইনিভাবে জম্মু ও কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে। এটা ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়টি নিয়ে ভারত কখনও কোনো মধ্যস্থতা চায়নি, চাইবে না, কখনও কোনো মধ্যস্থতার প্রস্তাব গ্রহণও করবে না।
বুধবার (১৮ জুন) সকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি সাংবাদিকদের জানিয়েছেন, মোদি ও ট্রাম্পের মধ্যে ৩৫ মিনিট ফোনে কথা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন জি-৭ শীর্ষবৈঠকে যোগ দিতে কানাডা গেছেন।
মিস্রি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, পহেলগামের প্রতিক্রিয়ায় ভারত সংযত ও নির্দিষ্ট মনোভাব দেখিয়েছে। তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে।
এই প্রসঙ্গে তিনি মধ্যস্থতা নিয়ে বলেন, এটা ভারত চায় না, এর কোনো প্রয়োজনও নেই। এটাই ভারতের সবসময়ের নীতি। এটা নিয়ে ভারতে সম্পূর্ণ রাজনৈতিক মতৈক্য আছে।
পহেলগাম-কাণ্ডের পর ভারত-পাকিস্তানের সংঘাত হয়। সেই সংঘর্ষবিরতির পর তার কৃতিত্ব দাবি করে ট্রাম্প বলেছিলেন, তিনি কাশ্মীর সমস্যার সমাধানেও মধ্যস্থতা করতে চান।
বুধবার পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। তার আগে ট্রাম্প-মোদি ফোনে কথা হয়েছে।
সূত্র: ডয়েচে ভেলে।