বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
নিউজ পাঠান
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
নিউজ পাঠান

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের মাসিক মিটিং সফলভাবে সম্পন্ন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রোবটিক্স ক্লাবের নিয়মিত মাসিক মিটিং আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে ক্লাবের সদস্যরা বিগত দিনের কার্যক্রমের পর্যালোচনা, আসন্ন লাইন ফলোয়ার ওয়ার্কশপ সহ বিভিন্ন পরিকল্পনা এবং ক্লাবের রোবটিক্স সংক্রান্ত কীট ক্রয়সহ নানাবিধ আলোচনা করেন।

মিটিংয়ে ক্লাব সভাপতি সভাপতিত্ব করেন। এসময় ক্লাবের উপদেষ্টা শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ক্লাবের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রসঙ্গত,ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রোবটিক্স সম্পর্কিত বিভিন্ন ইভেন্ট আয়োজন করার পাশাপাশি তাদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম গুলোও আয়োজন করে আসছে।

মিটিং শেষে অংশগ্রহণকারীদের মাঝে মতবিনিময় এবং চা-চক্রের আয়োজন করা হয়। সদস্যরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো