শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান
শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান

BUBT-তে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBA Sports Carnival 2025’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)-এর ব্যবসায় প্রশাসন (BBA) বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব— ‘BBA Sports Carnival 2025’। আগামী ৭ মে থেকে ১২ মে ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই ছয় দিনব্যাপী ক্রীড়া আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম শুধুমাত্র BBA বিভাগের শিক্ষার্থীদের জন্য এত বড় পরিসরে একটি ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজ এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানো।

‘BBA Sports Carnival 2025’-এ অংশ নেওয়ার সুযোগ থাকছে চারটি জনপ্রিয় খেলায়:

১. ক্রিকেট
২. ফুটবল
৩. ক্যারম
৪. ব্যাডমিন্টন

আয়োজকরা আশা করছেন, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি উৎসাহ ও আগ্রহ বাড়াবে, পাশাপাশি বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।

আসন্ন এই ক্রীড়া কার্নিভালের বিস্তারিত সময়সূচি, অংশগ্রহণের নিয়মাবলি এবং অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ডিজিটাল প্ল্যাটফর্মে শিগগিরই প্রকাশ করা হবে।

BBA বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্বাস করেন, এই আয়োজন এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে এটি বিভাগের একটি নিয়মিত ও বহুল প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠানে পরিণত হবে।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো