আমার পরিবার আমার অহংকার
মনোয়ার হুসাইন নাঈম
বাবা আমার হৃদপিণ্ড
মা আমার রক্ত,
বোনরা আমার ধমনি
ভাইয়া আমার রত্ন।
বাবার সাহস নিয়ে আমি
পারি দিই দিন ও রাত,
মায়ের দেওয়া শক্তি নিলে
বিপদ হয়ে যায় বরবাদ।
ভয় করি না কোনোই বাধা,
মাথার উপর আজও রয়েছে যে মা-বাবার ছায়া।
সুখের দিন ছিল যখন,
চার পাশে ছিল রমণী তখন।
বিপদের মুখে ফেলে সবাই
দিল পারি,
বিপদকে ঘিরেই তখন
চার পাশে পরিবারকেই দেখি।
স্বার্থ ছাড়া পৃথিবীর বুকে
ভালোবাসিয়াছে আমায় যে জন,
তারা আর কেহই নয়
তারাই আমার পরিবার আপনজন।
পরিবারকে দূরে রেখে
পারি না থাকিতে,
জীবনের তাগিদে তবুও
দূরে থাকা লাগে।
ভালো রাখিও মালিক তুমি
মোর পরিবাররে,
রহমতের চাদরে জড়িয়ে রাখিও
সর্বদা আমার পরিবারকে।