শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান
শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান

খাঁটি সোনা – আবু বকর সিদ্দিক

আমি হবো উদাস কবি
তুমি হবে বিনুদার দেখা খাঁটি সোনা,
না তোমাকে আমি হারাতে দিবনা
থাকতে দিবনা অপরিচিতা হয়ে চিরজনম,
তোমাকে ঠিকই আমার করে নিবো।

তুমি হবে আমার কবিতার সেরা পাঠিকা
আমি হবো তোমার উদাস কবি,
তোমার আবদারের কবিতা গুলো
ঠিকই পেয়ে যাবে বালিশের নিচে,
চুপটি করে দুচোখ বুলে
পড়ে নিবে সবকটি লাইন।
বুকে জড়িয়ে কবিতার কথাগুলো
হারিয়ে যাবে অচিন ঘোরে,
তব হৃদয় রাজ্যের রাজা হয়ে
থাকবো তোমার জনম জুড়ে।

কোনো এক জোছনা রাতে
তোমার কোলে মাথা রেখে
আবৃত্তি করে যাবো তোমার প্রিয় কবিতাটি,
হাত বুলিয়ে এলো কেশে
শুনে যাবে মুগ্ধ মনে,
তোমার চোখের উষ্ণ জল ঘোর ভাঙ্গাবে মোর
জড়িয়ে বুকে তোমায় বলিব এ প্রেম
হয় যেন চির অমর।।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো