শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান
শুক্রবার, মে ৯, ২০২৫
নিউজ পাঠান

৩ দিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৮:১২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৮:২৫


সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। যোজন যোজন পিছিয়ে থাকা দলটার বিপক্ষে টেস্টে হারার পর সমালোচনা কম উঠেনি। চট্টগ্রাম গিয়ে সেই সমালোচনার জবাব দিল বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ দিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে দিলো বাংলাদেশ।

এমন দাপুটে জয়ে অসাধারণ অবদান মেহেদি হাসান মিরাজের। ব্যাট হাতে সেঞ্চুরি করা মিরাজ পরে দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন পাঁচ উইকেট। দুর্দান্ত মিরাজে দাপুটে জয়ে সিরিজ শেষ হলো ১-১ ব্যবধানের সমতায়।

চট্টগ্রামে আজ যখন দিনের শেষ ওভারের খেলা চলছিল তখন ক্রিজে জিম্বাবুয়ের দশম উইকেট জুটি। বাংলাদেশ আজই জয় নিশ্চিত করবে নাকি ম্যাচটা পরের দিনে নিতে পারবে জিম্বাবুয়ে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই স্নানুচাপেই কিনা জিম্বাবুয়ের নবম ব্যাটার রান আউট হয়ে বসলেন। তাতে তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে দিয়ে সাদমান ইসলাম অনিক ও মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৪ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। তাতে জিম্বাবুয়ের সামনে লিড দাঁড়ায় ২১৭ রানের। এতে বড় লিডের জবাবে আফ্রিকান দলটির দ্বিতীয় ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ১১১ রানে। যাতে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

সিলেট টেস্টে ব্যাটিংটা ডুবিয়েছিল বাংলাদেশকে। চট্টগ্রামে দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে দাপুটে বোলিংও করল বাংলাদেশ। বিশেষ করে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে একাই ৬ উইকেট নিয়েছিলেন তাইজুল। সিলেট টেস্টে দশ উইকেট নেওয়া মিরাজ প্রথম ইনিংসে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন মিরাজ। তিন উইকেট নিয়েছেন তাইজুল। অপর স্পিনার নাঈম হাসান নিয়েছেন ১ উইকেট।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো