মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ বুধবার (৩০ এপ্রিল) মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক সাক্ষ্য দিয়েছেন।
সকাল ১০ টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ সাক্ষ্য নেয়া হয়। এ নিয়ে গত ৪ দিনে ১৯ জনের সাক্ষ্য নেয়া হলো। আগামী ৪ মে মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আজ আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত বিশেষ প্রসকিউিটর এ্যাডভোকেট এহসানুল হক সমাজী বাদী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন। সকালে বিশেষ নিরাপত্তার মধ্যে আসামীদের আদালত চত্বরে আনা হয়। এ সময় আদালত চত্বরে নিরাপত্তার স্বার্থে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়। মূল ফটকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।
রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজী বলেন, বিজ্ঞ আদালত তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। তারা হলেন মেডিকেল এক্সপার্ট। এই মামলায় মেডিকেল এক্সপার্ট হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন। তারা বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দির পাশাপাশি মেডিকেল সাটিফির্কেট তারা দেখিয়েছেন। আশা করছি আগামী রোববার বাকি মেডিকেল এক্সপার্টরা বিজ্ঞ আদালতে এসে হাজির হবেন এবং সাক্ষ্য দিবেন। আমরা আশা করছি দ্রততম সময়ের মধ্যে এই মামলটি নিস্পত্তি হবে।