সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
নিউজ পাঠান
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
নিউজ পাঠান

দয়াময় প্রভু – মোঃ নোমান উদ্দিন

আমার দ্বারা অন্যের অনিষ্ট হোক,
এমন কাজে প্রভু রেখো না সামিল,
অবুজ আমি ভুলে যায়,
দুর্বল আমি ঠেকে যায়
নফসের তাড়নায়,
আকুল চিত্তে জানাই ফরিয়াদ,
দাও প্রভু ক্ষমা করে,
দোলনা ধরি তোমারই পায়।

অন্যকে কি করবো ভয়?
যেথায় সংশয়ে পড়ে
নফসের তরে বারংবার হই পরাজয়।
তবু আমি বিশ্বাসী,
আশায় বাধি বুক,
তুমি দিয়েছ আমায়
সহস্রবার অনুতপ্ত হওয়ার সুযোগ।

আমি হারিয়ে যায়
পাপের অতল গহ্বরে,
তোমার থেকে হয়ে বিমুখ,
অতঃপর ফিরে আসি
সিজদাবানত হয়ে,
অনুতপ্তের মাঝে খুঁজে পাই সুখ,

তুমি তো ডাকো প্রভু নিত্য-নিয়ত শতবার,
উদাস আমি ডুবে আছি, উদাসীনতায়,
অন্ত চক্ষু নেই তব ডাক শুনিবার।
তুমি সর্বদা কল্যাণ কর দান,
তুমি যে কত মহিয়ান,
তব সৃষ্টির মাঝে খুঁজে পাই
প্রভু তোমারই সন্ধান।

তুমি অবিরাম রিযিক কর দান,
কখনো দেখনি তুমি,
কে হিন্দু কে খ্রিষ্টান কে বা মুসলমান।

তোমার নাফরমানি করেছি কত
হে রব! তুমি অবকাশ দিয়েছ,
অবাধ্য হওয়া সত্ত্বেও
আমার গুনাহ ঢেকে রেখেছ,
হাজার ভুল করেছি জেনেও
তুমি ছেড়ে যাওনি কভু,
কারণ তুমিই আমার রব,
আমার দয়াময় প্রভু।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো