শিক্ষক
জান্নাতুন নাহার জুঁই
বাবা মায়ের পরেই যেন
শিক্ষক এর স্থান
সালাম দিয়েই শুরু করি
শিক্ষক এর অবদান।
শিক্ষা লাভের জন্য তো
শিক্ষকের কাছে আসি
তাদের দেওয়া শিক্ষা নিয়েই
জীবন ভরে বাঁচি।
শিক্ষক যখন বকা দেয়
হালকা খারাপ লাগে
পরোক্ষনেই মনে হয়
ঠিক করেছে বকে।
শিক্ষক আমাদের সকলকে
অনেক আদর-স্নেহ করে
তার মান যেন রাখতে পারি
লেখাপড়ায় ভালো করে।
তাদের অনুপ্রেরনা নিয়েই যেন
আমদের পড়তে মন চায়
তাদের কথা মানতে পারলেই
আমার সফলতার দ্বারে পৌঁছায়।
শিক্ষক মোদের সবার প্রিয়
সকলের মধ্যমণি
তাকে যেন করতে পারি
শ্রদ্ধা আজীবন ভরি।