মদিনার বুকে প্রিয় হাবীব
✍️লেখকঃ- মনোয়ার হুসাইন নাঈম
বাতাসে বুকে ভয় দিয়ে
ছুটে যাবো মাদিনায়,
নবীর রওজা শরিফ দেখাবে
হে বাতাস তুমি আমায়।
কত হাজী কত মুসলমান
ঘুরে আসে মদিনায়,
ইচ্ছে আছে ছুটে যাবো
কোন একদিন তোমারই আঙ্গিনায়।
মদিনার বুকে শুয়ে আছেন
প্রিয় নাবী মুহাম্মদ (সাঃ),
তাহার জন্য ধন্য হয়েছে
তাহারই উম্মাত।
সাফায়াতের কান্ডারী তুমি
নবী মোর আহমদ (সাঃ),
তোমারই জন্য সঠিক পথের দিশা পেলো
উম্মাতে মুহাম্মাদ ( সাঃ)।