প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)–এর সাধারণ শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “দল-মত, ছেলে-মেয়ে—যেই হোক না কেন, হত্যাকাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তারা আরও জানান, এই ধরনের বর্বরতা বন্ধ করতে হলে বিচার প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও মানববন্ধনে সংহতি প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন বিইউবিটির প্রক্টর, উইং কমান্ডার (অব.) মোঃ মোমেনুল ইসলাম। তিনি বলেন, “আমরা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই। শিক্ষার্থীদের পাশে আমরা আছি।”
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থী কিফায়াত ইবনে রহমান এবং বিবিএ বিভাগের কৃতি শিক্ষার্থী মোঃ তানজিন ইসলাম। তারা দুজনেই বিইউবিটির স্বেচ্ছাসেবক ও সক্রিয় শিক্ষার্থী হিসেবে মানববন্ধনে নেতৃত্ব দেন।
শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সবাই একসঙ্গে সুর তুলেছেন—ন্যায়বিচার চাই, অবিলম্বে।