জাটকা বিরোধী অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা

বরিশাল জেলার হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় অবৈধ জেলেদের হামলায় কোস্টগার্ডের একজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

বুধবার ( ৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, ওইদিন দিবাগত রাত নয়টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলার নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনায় নামেন।

অভিযান চলাকালীন মাঝেরচর এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে ৪০ থেকে ৫০ জনের জেলের একটি সংঘবদ্ধ দল ৭ থেকে ৮টি কাঠের ট্রলার নিয়ে এসে অভিযানিক দলের ওপর অর্তকিতভাবে হামলা চালায়। হামলাকারীরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ চালায়। এসময় হামলায় কোস্টগার্ডের সদস্য এম মনজুরুল আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে আহত কোস্টগার্ডের সদস্যকে তাদের বহনকৃত ফার্স্টএইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরও জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। একপর্যায়ে হামলাকারী জেলেরা পিছু হটার পর ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ও একটি পাইজাল জব্দ করেছে অভিযানিক দলের সদস্যরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে অভিযানিক দলের সদস্যরা একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেন। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম উল্লেখ করেন।